বলল হেসে বরফকুচি-
বায়ু আসে ওই শনশন
শীতে শীতে শীত কনকন
প্রকৃতিটা মুছি।


বলল কেঁদে কুয়াশারা-
ধোঁয়াধোঁয়া ধুম পথঘাট
উত্তরী হিম হট হুটহাট
দেয় খুলে দেয় কারা!


কান্না-হাসি চলছে তো বেশ
হিমবাতাসে কানায় কানায়
একটু এসে ঝুঁকে জানায়
ছিন্ন আমার কেশ।


বলল শুনে বরফরাজা
সারাবছর যাসনে যেন
পৃথিবীটার মানুষ কেন
দিচ্ছে তোমায় সাজা!