থরথর করে
নাচছে বাঁ'পা,
কাপড় ছাড়া
শীতের কাঁপা।
যায়না থাকা ঘরে,
শীতল অবশ
শরীর-গা-পা
সূর্য কোথায়
যায়না মাপা
লুকায় কোথায় সরে।


গুমোট দেয়া
হঠাৎ আলো,
চমকে তোলে
মেঘের কালো
শীতের আবেশ হাড়ে,
বুকে বুকে
বুক ধড়ফড়
বরফ আসে
ঠিক ঝরঝর
বলি সেটা কারে!