রইল পড়ে পথের ধারে
তোমার খেলনা চুড়ি,
দুলেই চলে শুন্য দোলনা
কোথায় গেলে উড়ি।


জ্বলছে চোখে অশ্রু আলো
ফুরিয়ে বলে জল,
স্বজন বন্ধু আখির পাতা
করছে ছলো ছল।


আসবে বলে ঘর করেছি
পুতুল কেনা ঘরে,
তোমার জন্য ছোট্র থালা
একলা রইল পড়ে।


সবার শেষে এসেই তুমি
আগে গেলে চলে,
পূর্ণ খাচায় শুন্য হৃদয়
ভাসে চোখের জলে।


কচি তোমার ছোট্র মুখে
দেখল না কেউ হাসি,
অন্ধকারে এসেই গেলে
অন্ধকারেই ভাসি।


করছো বুঝি ঐ আকাশে
ফুলবাগানে খেলা,
খেলো পাখি যতই খুশি
পার করে যাও বেলা।


জান্নাতের এই পাখির জন্য
তুলি দুটি হাত,
তোমার তরে প্রভুর কাছে
করি মুনাজাত।