থরথর কাপ আসে
ডাক্তার গুরু,
জ্বর তাপে সর্দিতে
বুক দুরুদুরু।


জ্বর-কাশি খকখক
গলা ব্যথা ফুলে,
এই কথা ঘরে বসে
যাই যেন ভুলে।


মাঝে মাঝে আসে নেমে
গলা বেয়ে কাশি,
রুমালটা ভাজ করে
মুখটাতে ঠাসি।


কাশলেই করোনারা
দেয় গলে উকি,
কাশি পেলে তাই জোরে
ঘর খুঁজে ঢুকি।


এই আছে দেশ জুড়ে
কতশত রুগি,
অকারণে কাশ চেপে
মিছামিছি ভুগি।


ডাক্তার শুনে কথা
দেয় ঠোঁটে হাসি,
করোনা না সব কাশি
ওঠেনা সে ভাসি।


বাড়ি থেকো ঘরে থেকো
একা থেকো বাড়ি,
দেখবে এ করোনারা
দিয়ে যাবে আড়ি।


তবু কেউ করোনাকে
করো নাকো হেলা,
কালো রাত হলে শেষ
উঠবেই বেলা।