কার দানে নীলাকাশে
জ্বলছে রে ঝকমল,
ঘাসফুলে গালিচারা
তুলতুলে মখমল।


রূপে শোভা পায় ধরা
জেগে ওঠে দিক কোণ,
গাছে পাতা ঝরে ওই
বেঁজে ওঠে নিক্বণ।


চৌদিকে ছড়ানো যা
অপরূপ দর্শন,
আসমানে থেকে পড়ে
রহমত বর্ষন।


সারিসারি পাখি সব
কোন বেগে ছুটছে,
বাগিচার ফুলগুলো
ঝলমলে উঠছে।


এত রূপ প্রকৃতিটা
ফেরে না তো দৃষ্টি,
সঁপি মন, প্রভুই এক
সবই তারই সৃষ্টি।