শিয়াল বিছায় পথে কাটা
থপাৎ থপাৎ হাতির হাঁটা
ফুটলে ঝাড়ে তেজ,
দেখে ওদিক গাছের মাথায়
বানর নাড়ায় লেজ।


বনের সকল পশুপাখি
একদলে বেশ মিল,
হাতিছাড়া কাটায় সবাই
খুশি অনাবিল।


কারণ- হাতি মুটকো অতি
ভেঙে করে শুধু ক্ষতি
কলাগাছের ঝাড়,
খেয়ে খেয়ে পেটফুলে সব
করেছে ছারখার!


পড়লে হাতি ডোবার জলে
একাকী খায় ডুব,
তখন পাশের ব্যাঙগুলো-ও
বগল বাজায় খুব।