রূপ আছেতো গাদাগাদি ঠেঁসে
আকাশ ওঠে সাদামেঘে হেসে
মৌমাছিরা গুণগুণাগুণ গানে
মেতে ওঠে শেষে-
সবই আছে সবুজ শ্যামল দেশে।


শিশিরজলের সাথে খেলা করি
পাতায় পাতায় মুক্তো গড়াগড়ি।
সূর্য পূবে সকাল গেলায় চেখে
হাসে এদেশ রোদের গায়ে মেখে।


ধানের সবুজ ঝিলিক মারে শিষে
দেখে এ রূপ পাইনা কোনো দিশে।
কী অপরূপ মজা লোটে চাষী
তুফান তোলে দাঁতের ফাঁকে হাসি।


কেমন করে সকালগুলো আনে
পাখিগুলোর কিচিরমিচির গানে।
ছবি আঁকা আকাশনীলের শেষে
রঙধনুটা জেগে ওঠে হেসে।