ঘূর্নি বলে ডানদিকে ঘোর
আকাশে তোল মুখ,
আবার ডানে পেঁচ মুড়ে ওঠ
ওপরে আধটুক।


অ-তে অসি ক-তে কলম
লিখতে লাগে বেশ,
ঙ-তে ব্যাঙের মাথার ওপর
নরম নরম কেশ।


চাঁদের ওপর চন্দ্রবিন্দু
করে আছে হাঁ,
সবসময়ে দেয় সে শুধু
আরেক ঘাড়ে পা।


কিছু কিছু অক্ষর আছে
নদীর মতো পেঁচ,
ঘুরতে ঘুরতে আছড়ে পড়ে
হয় সেটা এক এস;
আহা! বেশ বেশ বেশ!