বিজয় যখন হলো
ইঁদুর-বাদুড় পাতি শেয়াল
বললো- এবার চলো–


কোথায় যাবে পাতি শেয়াল
লেজ রয়েছে ঝুলে
দেশ বিরোধী আত্মা যে তার
উঠতে পারে দুলে।


ইঁদুর-বাদুড়, চামচিকারা
শেয়াল মামার পিছু,
গুটিকয়েক থাকলো পড়ে
তেলাপোকা, বিছু।


শত্রু গেলো ধ্বসে
কিন্তু তাদের বিচ্ছুমামা
জাগতে পারে বসে!


বিজয় হলো তাই!
বীর সেনানী তোমরা কোথায়, সজাগ থেকো ভাই।