পাতার শরীরে মোড়ানো তাজা রক্ত-
চুয়ে পড়ে দ্বাদশ বসন্তে।
ভুখামন পড়ে আছে সেই অতল গভীরে
বিন্দু বিন্দু সুখ
অসুরের কথা শুনে নত হয়
আর মিথ্যার সুশীতল প্রেম আলতো
ছুঁয়ে জড়িয়ে নেয় ওষ্ঠ
শ্বাস-প্রশ্বাসহীন হাত খোঁজে
একাদশী রাত্রি
চর্ম-বর্ম ঠিক হলে
হয়ে ওঠে যুদ্ধে জেতা