সর্ষে ক্ষেতে মায়ের হাসির রেশ
হৃদয় জুড়ে সবুজ সমাবেশ।
একবাগানে টুনটুনিদের গান,
চিউকচিউক কী যে মধুর তান!
বক যেখানে যাচ্ছে উড়ে যাক,
নীলচে মেঘের কিনারে একঝাঁক।
দিনের শেষে সন্ধ্যা সন্ধ্যা রূপ,
যায় যে একেবেঁকে কিসের ধূপ।


জোনাক জ্বালায় হলদে পাখির পাল,
রাত গভীরে চমকে চাঁদের থাল।
ভোরের আলো জ্বালায় মোমের ঘর,
উঠছে জেগে মুয়াজ্জিনের স্বর।
দিনের শুরু সতেজ মনে ভোর,
যায়রে কেটে রাতের সকল ঘোর।


ছুটছে কৃষক পিছে গরুর দল,
অফিসপানে কর্মজীবীর ঢল।
ফুলফসলে উপচে পড়া রেশ,
এই আমাদের সোনার বাংলাদেশ।