শিশিরভেজা মিষ্টি সকাল পাখির ডাকে জাগে
রোদ ঝলোমল মনটা আমার সতেজ কেমন লাগে।
নদীর দু'ধার নৌকা চলা গাঁয়ের সবুজ গাছে
ছবির মতো সোনার এদেশ লাগে আমার কাছে।


ঝর্ণা ঝরা পাহাড় ঘামে অবাক চেয়ে থাকি
আঁকাবাঁকা মেঠোপথের ছবি মনে আঁকি।
মন যেতে চায় মেঘের দেশে পাখির মতো ডানায়
মন কত কি করবে আরও আরজি মনে জানায়।


সরষে ক্ষেতে হলুদ ফুলে সেজে থাকা বিলে
প্রকৃতিটার সবুজ যেন খাচ্ছে সারস গিলে।
সবুজ পাতা হলদে বোঁটায় কাঁদছে ঝরার দুখে
তাই যেতে চাই তাদের কাছে পণ করেছি মুখে।


শিশিরভেজা সকাল যখন বরফ হয়ে কাঁদে
মনটা আবার হারাতে চায় সতেজতার স্বাদে।
সবুজ আঁচল স্বপ্ন আমার মায়ার পরিবেশে
সব মিলে মন ভালো থাকি আমার সোনার দেশে।