বেলা পড়ে এলো এলো
নদীর কূলে ঘেষে,
হারান মাঝি ফিরলো ঘরে
নায়ে ভেসে ভেসে।


দূরের পাখি যায় যে কোথায়
কেবা কোথায় জানে!
ব্যস্ত পথে দূরের পথিক
পা দু'টি তার টানে।


শক্ত হাতে রাখাল ছেলে
গরুর পিছু ছোটে,
চাঁদ মামাটি একটু করে
জোসনা হয়ে ফোটে।


এরই মাঝে কেমন স্বরে
প্রকৃতি হয় নত,
মসজিদে যায় ধার্মিকেরা
হয় যে অবিরত।