পৃথিবীটা আমাদের
দুদিনের ঘর,
পাশে থেকে কেউ আবার
হয় আপন-পর।


সুখে-দুখে মিলেমিশে
কাছে থাকে কেউ,
যায় দূরে প্রিয়মুখ
ছোট আঘাতেও।
ভেঙে যায় কারো মন
হয় বালুচর।ঐ


ব্যথা দিয়ে সুখে থাকে
কোন প্রিয়জন,
মুঠো মুঠো সুখ আনে
গরীবের মন।


পৃথিবীর মানুষেরা
জানি ভাই ভাই,
এই প্রীতি বন্ধন
কোথা বলো পাই।
শান্তিতে সবখানে
হোক সুধাকর।ঐ