ঝর্ণা নহর যায়রে ছুটে
পাখির কলতান,
ফুলবাগানের ফোটা ফুলে
উছলে ওঠে প্রাণ।
তুমি রহমান, তুমি রহমান।


ঘাসের বুকে শিশির জমে
রুপালী ঝিকমিক,
পাতার বনে নূপুর বাঁজে
এই যে চারিদিক।
এসব তোমার রহমতের
সত্য প্রতিদান।ঐ


সাগর চলে নদীর দিকে
কেটে দারুণ ঢেউ,
নীল আকাশে নীলের ধারা
দেখছে বসে কেউ।


উঠছে ফুড়ে সোনার ফসল
মাটির থেকে মুখ,
সেই ফসলে জীবন জাগে
সতেজ করা সুখ।
এই পৃথিবীর যা কিছু সব
তোমার আহবান।ঐ