ঘুমন্ত রাত্রিরা জাগে-ঝিঁঝিঁপোকার ডাকে।
সুনসান নীরবতা ষষ্ঠ ইন্দ্রীয় কেবল সজাগ
দৃষ্টি তখন শূন্যে
একটি লম্বা ডানাওয়ালা উড়ন্ত ঢেউ আছড়ে পড়ে গাছের ডালে
বাশের পাল্কি উপরে উঠতে উঠতে উঠতে
মেঘ ফুঁড়ে আকাশ ভাঙে
তারারা মিছিল থামায় আমায় দেখে।


নাশপাতি, লেবু, নিমের মধু আর ভাঁটফুলের সস্ মেখে সুস্বাদু খাবার আনে অজস্র প্রজাপতি-গোলাপী আবরণে মঞ্চ সাজে


সুপার কমেডির দূরন্ত নায়ক আমি।


এপাশ-ওপাশ নড়তে চড়তেই তলিয়ে যাই গভীর নীচে-মাটির তলদেশে যেন হারিয়ে যাই
চোখ মেলে চাইতেই বসে দেখি-কে আমি মিস্টার বিন