স্বচ্ছজলে সাজলো যখন মাছের ঠোঁট,
ভাসলো জলে রঙিন পুঁটি তিনটে মোট।
উদোম গায়ে ধরে দুজন কিশোর মাছ,
এই যে ছবি মনে আমার করছে টাচ।


শরৎ যখন সাদামেঘে পরায় হার,
এলোচুলে নেচে ওঠে নদীর ধার।
কাশের বনে বাতাস দোলে নরম দুল,
রূপ তখনই ভাঙায় আমার মনের ভুল।