আজ সকালে গোয়াল ঘরে
চাঁদটা দেখেছি,
গরুর মাথায় কাস্তে বাঁকা
সরু ওটা কি।


কাঁচির মাথা তেলতেলে আর
কত্ত বড় হুল,
হাত দেবো ওই চাঁদের গায়ে
তাতেই হলো ভুল।


চাঁদসহ ওই গরু দেখি
করছে তিড়িং ডিং,
বাবা এসে বলল আমার
ওটা গরুর শিং।


চাঁদ না ওটা নিজকে বাঁচায়
গরু মাথার হুল,
রাগলে গরু ওটাই দিয়ে
বাঁধায় হুলস্থুল।


থাকলে একা গরু নিজে
বসে করে ধ্যান,
অকারনে আমরা গরুর
পাশে যাবো ক্যান!


সেদিন গরু উঠলো ঠেলে
গর্তে ছিলো ঠ্যাং,
ঘ্যানর ঘ্যানর নিত্য ডাকা
পড়লো চাপা ব্যাঙ।


দেখলে শিশু গরু আসে
শিং উঠিয়ে ঠিক,
গরুর পাশে যেওনা কো
তাইতো দিক্বিদিক।