বাইরে এখন আতংক আজ
বাইরে এখন ভয়,
ঘরে-বাইরে পরিবেশটা
আগের মত নয়।


বাইরে এখন আহাজারি
বাইরে এখন শোক,
যখন-তখন হাত দিওনা
নাক-মুখ আর চোখ।


এসব নিয়ম সঠিকভাবে
এখন আমি মানি,
পরিচ্ছন্ন হবে তবে
আমার জীবন খানি।


করোনাতে আতংক নয়
সতর্কতায় ভালো,
পরিষ্কার আর পরিচ্ছন্নতায়
জীবন এখন জ্বালো।