রোদে পুড়ে খাটুনিতে
ঝরে পড়ে ঘাম,
পিঠে চিটে তেলে-জলে
হয়ে গেছে গাম।


কাজে কাটে বেলা মেলা
মাস,সন আর,
খেটেখুটে ভাঙা বুকে
আছে কয় হাড়।


বড় কাজে এই মহা-
সাধকের দান,
মনে-প্রাণে তারে আমি
করি সম্মান।