অপেক্ষাতে আছি বেঁচে দিয়ে মনের জোর,
অন্ধকারের কালো ঠেলে আসবে কবে ভোর!
আসবে কবে আসল বিবেক সত্যিকারের মন,
বাবা এবং ভাইটা কবে হবে রে আপন।


কলজেপোড়া ভালবাসা রাখেন পুষে মা যে!
তিনিই আবার হন্তাকারক কেমন করে সাজে।
বাবা হচ্ছেন কোথাও আবার হত্যাকারী খুনী,
ঘর ছেড়ে তাই বাইরে এলে এই কথাটাই শুনি।


ভালবেসে জীবন কাটায় কত প্রেমিক রাত,
ছেড়ে পালায় পথের মাঝে হঠাৎ করে হাত।
ব্যথা নিয়ে ব্যর্থ প্রেমিক বেঁচে আছে কেউ,
প্রেমিকা তার রইছে মেতে অন্যঘরে সেও।


বন্ধুর বিপদ দেখে বন্ধু কেমন করে হাসে,
অস্ত্র দিয়ে আঘাত করে পালায় অনায়াসে।
সামান্যতে যুদ্ধ বাঁধে হয়না যেন শেষই,
নিত্য বাড়ায় ঝগড়া-বিবাদ পাশের প্রতিবেশী


যাচ্ছে কোথায় জাতির বিবেক;পথটা নাকি ভুলে!
ঘুম আসেনা দু'চোখ জুড়ে একলা একা শু'লে।
ভাবতে ভাবতে ঘুমটা যদি চোখের কোণে আসে,
এই ভয়ানক প্রতিচ্ছবি স্বপ্ন হয়ে ভাসে।