দৃষ্টি দূরে সৃষ্টি করে
মিষ্টি মিষ্টি সুখ,
এত মজা নেবো কোথায়
হৃদয় এতটুক।


দুষ্টু নয়ন পুষ্ট হলো
বৃষ্টি নামায় জল,
জলের তোড়ে সুখের ভেলা
আনন্দে উচ্ছল।


সুখ এখানে নাইতে এলো
এইতো ক'বছর,
কষ্ট যেথায় করতো বসত
নেইতো অবসর।


বিষাদমাখা দিনের পরে
ভাঙলো যখন ভুল,
ফুলবাগানে হঠাৎ করে
ফুটেছে এর ফুল।