রঙ কোথাতে পেলে ও ভাই
বলল পাতা, ফুলকে-
সূর্য থেকে- বলল যে ফুল
পাপড়ি ডালি চুলকে।


সূর্য দিলো রঙিন আবেশ
সবুজ দিলোও তাই,
গাছ নেচে কয় সাজতে এমন
এসো রোদে যাই।


সূর্য যে দেয় তাপ ও আলো
মিষ্টি মিষ্টি ফল,
এসব শুনে আসছে নেচে
শুকনো পাতার দল।