স্বপ্ন ছিলাম তোমার আমি বুকে
আশাগুলো ছিলো অনেক ঝুঁকে।
লিখতে গেলে তোমার ছবি আঁকি
তুমিও কি এমন করো নাকি!


দিনটা শুরু তোমার কথা ভেবে
সুখ এটা কি একটু আমায় দেবে?
রাত্রি সেতো নিরেট কালো থাবা,
সেই কথাটি গভীররাতে ভাবা।


কেমনে পারো থাকতে এত সুখে
তাইতো গেলে স্বার্থটাকে চুঁকে।
একলা হলাম ছোট্ট আমার নীড়ে
ভাবলে নাতো পিছনদিকে ফিরে।


তুমি কারো টুকটুকে বউ মুখে
হয়তো আছো অনেক বেশী সুখে।
তোমায় দেখে আর কত কে ভোলে
পাগল কি হয় তোমার গালের টোলে!


বুকে আমার স্বপ্নগুলো আছে
সেসব এখন খেলনা হয়ে বাঁচে।
যত্ত তোমার মিষ্টি মায়ার ঝুলি,
আস্তে করে যেন সেসব ভুলি!


স্মৃতি আমার বুকের ভেতর কাঁদে
ধকরধকর নোনতা-তেতো স্বাদে।
কথা ছিলো যাবেনা তো ভুলে,
বাঁধলে বাসা কেমনে অপর ফুলে!