ঘুমের ঘোরে চমকে উঠি
রাতদুপুরে একলা ছুটি
দৌড়ে পালাই মাঠে,
পেছন পেছন বন্ধুরা সব
লম্বা পায়ে হাটে।


টমাস বন্ধুর নাকটা বোঁচা
টুকুর দাড়ি খোচা খোচা
সবুজ কেমন বেঁটে,
এরা আসে আমার পিছু
উল্টো পায়ে হেটে।


আকাশ ছুঁতে বানাই সিঁড়ি
মাঠে আসি আবার ফিরি
পলক ফেলার আগে,
যুদ্ধে জিতে আনি আমি
আকাশ আমার ভাগে।


রাতের এমন অভিযানে
যে দেখেছে সবাই জানে
কত্ত আমি বড়,
স্বপ্নেরা দেয় রাতে আমার
চিত্ত এমনতরো।