ট্যাংরা বাজায় ঢোল-তবলা
চিংড়ী বলে সে কি!
বদলে গেছে মৃত্যুপুরী
হঠাৎ করে এ কি!


গান-বাজনায় পড়ছে সাড়া
বলছি তারে থামা!
রুইয়ের ঠোঁটে বিধ্বংসী গান
লা-লা সা-রে গা-মা।


সবাই করে কী আনন্দ
পানির উপকূলে,
রাক্ষুসে কে করলো খতম
ট্যাংরা, পিঠের হুলে।


কেউ কারো আর নয় শত্রুতা
করছে প্রকাশ গানে,
তাদের স্বাধীন চলাফেরা
এখন যে সবখানে।