কার শ্রমের এ অট্রালিকা
মেঘ গিয়েছে ফুড়ে,
কে গড়েছে স্বপ্ন তোমার
হৃদয়খানা খুড়ে।


বিশতলা ওই ভবন ঘোরাও
সুইচ টিপে যে রথ,
কার দানে এ গড়া তোমার
ও পাকা ইমারত!


গড়ে তোমার সোনার জীবন
থেকে অনাহারে,
করো তারে বেশ অপমান
কোন সে অহংকারে!


বাড়ছে তোমার ঋণ বহুদিন
একটু ক্রমে ক্রমে,
এই আমাদের ভুত ভবিষ্যৎ
গড়ে তাদের শ্রমে।