তাক দুমাদুম তাক দুমাদুম
তাক দুমাদুম ধা,
গভীর রাতে ইঁদুর এলো
টিপেটিপে পা।


ইঁদুর ছানার একটু বেশী
মাছের দিকে ঝোঁক,
দেখলে তখন কটমটিয়ে
হুলো পাকায় চোখ।


খুঁজতে খুঁজতে ইঁদুর পেলো
প্যাকেট প্যাকেট চা,
আজব খাবার পেয়ে নাচে
তাক দুমাদুম ধা।


কিন্তু ছোঁচা, হুলোটা যে-
হঠাৎ এলে ভয়,
ইঁদুর ছানা পিটিসপিটিস
চোখে চেয়ে কয়-


বুড়ো ইঁদুর বলে ওঠে
যত পারিস খা,
তাইরে নারে তাক দুমাদুম-
তাক দুমাদুম ধা।


দেখতে পেলে দৌড়ে পালাস
মানুষগুলোর পা,
তাক দুমাদুম তাক দুমাদুম
তাক দুমাদুম ধা।