তেলাপিয়া মাছের রাজা
সেনাপতি শোল,
যুদ্ধ যখন বাঁধে জলে-
কাতলা বাজায় ঢোল।


ভেটকি এসে চটকে দিতে
উচু করে তীর,
শত্রুগুলো সেই আঘাতে
দলে মলে ক্ষীর!


সদলবলে আসে ওদিক
করাত মাছের ঝাঁক,
অগণিত সৈন্য দেখে
যুদ্ধে নামে বাঁক।


রাজা মশাই তেলাপিয়া
বড্ড লড়াইবাজ,
যুদ্ধ করে দেয় জিতিয়ে
সবার সাথে আজ।