করোনায় চারিদিক হয়ে আছি রুদ্ধ,
বিনা তলোয়ারে যেন লেগে গেছে যুদ্ধ।
চিনচিনে ব্যথা আছে কমেনি যে রেশটা,
বায়বীয় চাপে এই কোণঠাসা দেশটা।


দিনদিন রোগটা যে বেড়ে বেড়ে চলছে,
টেনশনে বুক চিরে হৃদয়টা জ্বলছে।
জীবনটা ভেবে ভেবে হবে নাকি নষ্ট
থেকে থেকে জেগে ওঠে বুকভাঙা কষ্ট।


করোনার হাত নাকি খুব খুব লম্বা
চরে যায় দেশে দেশে আছে বেশী দম বা-
আছে নাকি বিষ মুখে শুষে খায় মজ্জা!
মানুষের পাশে যেতে নেই কোনো লজ্জা?


নিতে চাই মুখে মুখে কখনো ও নাম না,
হয়েছে তো বেশ ভালো এবারেই থাম না!