মাকড়শাকে জাল বানাতে ডাকলো সেদিন মাছি
তার অভিযোগ- "ই জ্বালাতে সমস্যাতে আছি।"
নরম গতর নিয়ে মশা যায় মানুষের কাছে
কিন্তু ঘ্যানরঘ্যানর গানে জো কী বলো আছে?
যখন ঘুমোয় মানুষগুলো বসবো পেটে, হাতে,
মশা তখন হুল ফুটিয়ে রক্ত চুষে মাতে!
জাগলে মানুষ বসতে পারি কেমনে বলো গায়ে
নরম মশা মরতে পারে ছোট্ট কোনো ঘায়ে!
তবু পাজি হতচ্ছাড়ি তাও শোনেনা কথা!
মরতে রাজি তাও দেয়া চাই অবাধ স্বাধীনতা!


তাই করেছি জাল বুনতে এই তোমাকে ভাড়া
মানুষ যেথায় থাকবে শুয়ে লেপ-মশারী ছাড়া!
তখন তুমি চারপাশেতে আটকে দিবে জালে
মশা'র ব্যাটা মরবে বেঁধে গিলবে তুমি গালে।
আমি যে চাই শূঁড় লাগাতে মানুষগুলোর গায়ে
এদিকসেদিক ঘুরবো আহা! আঁকড়ে ধরে পায়ে।
গভীর ঘুমে তখন মানুষ থাকবে নিরাপদে
সেই সুযোগে শুষবো মজা ঠান্ডা মাথার বধে।