জল উগরে দিচ্ছে আকাশ-
শীতল আবেশে জেগে ওঠে পৃথিবী।
সাঁই সাঁই করে শরতের আগমন-হঠাৎ হাঁটুজলে কোমর ভিঁজে যায়, উষ্ণতার আগুন আবার হৃদয় পুঁড়িয়ে মারে।
আবছা আঁধারে প্রজাপতি ঘোরে-পিঁপড়ার সন্ধানে
ধোয়া প্রকৃতি এখনও দূষণমুক্ত নয়
বৃষ্টিরা কান্না ভুলে তাকিয়ে দেখে অবাক পৃথিবীর দিকে
গায়ের পশম কাটা দিয়ে ওঠে।
মাঝেমাঝে উগ্র শেয়ালের বেসুরো ডাক
স্বচ্ছ ধোয়া পৃথিবীর অন্ধগলিতে নামায় বিকৃত আর্তনাদ।
দাঁতাল হায়েনার ছোঁবলে ক্ষতবিক্ষত হরিণের লোমকূপ
আজ শরতের আগমন থমকে দাঁড়ায় অযাচিত বৃষ্টির সীমানায়-থেকে থেকে কেঁদে ওঠে প্রকৃতি।