এক যে ছিলো মুরগী, সে তো, চোখ তুলে নেয় ঠুকরে
কেউবা তাতে আঘাত পেলে কেঁদে ওঠে ডুকরে।
ঠোকাঠুকি চলতে থাকে মুরগী এবং হাঁসের
মুরুব্বি এক এগিয়ে এলো, ব্যপার দেখে পাশের!


মুরুব্বি সে হুলো
গোঁফ দুটো তার ফুলো
-ঠোকাঠুকির কী আছে, আয়- আমার সাথে পাশে
রঙবেরঙের ফড়িঙ পাবি তাজা সবুজ ঘাসে।
মুরগী শুনে পায়ের সাথে বাড়িয়ে দিলো গলা
হাঁসও যেন করলো শুরু হুলোর কথায় চলা।


হুলো বাজায় বাদ্য
মুরগী-হাঁসের খাদ্য
ফন্দি এঁটে নিয়ে গেলো শেয়ালরাজের রাজ্যে
টের পেয়ে তাই ভাবলো দুজন কী যে বিপদ আজ যে!


হাঁস উড়ে যায় বিলে
তারা দুজন মিলে
ঠুকরে হুলোর চোখ তুলে নেয় বাড়ির পাশে এসে
দুষ্টু হুলো তাদের ঠোঁটে অন্ধ হলো শেষে!