তিনি আছেন সবার মাঝে
ছিলেন একাত্তরে,
থাকবেন তিনি জনম জনম
অতি আপন করে।


তাঁর আদেশে হলো আমার
স্বাধীনতায় জেতা,
তিনি হলেন বিশ্বজয়ী
বাঙ্গালীদের নেতা।


একটা মুজিব একসূতোতে
গাঁথা হাজার জাতি,
এক করেছেন সবার তিনি
কৃষক-মজুর-তাতী।


স্বার্থছাড়া মানুষটি হায়
গেলেন শুধুই খেটে,
স্বাধীনতা লিখে দিলেন
তাজা দেহ কেটে।


নিলেন তিনি বিদায় যখন
গভীর ছিলো রাতই,
এক নিমিষে হলাম আহা-
কলঙ্কিত জাতি!