আকাশ থেকে ঝরঝরিয়ে
বৃষ্টি দিলো কে,
সজনে পাতা কচুর ডাটা
গা ধুয়ে দেয় বৃষ্টিছাটা
ফুল কুঁড়িরা ফুটছে ওরে
গা ছমছম ঘুমের ঘোরে
রোদ ঝলমল বর্ষা শেষে
সূর্যটা ওই উঠছে হেসে
সন্ধ্যা আসে রোদের পরে
সুখ উঁকি দেয় দুখের ঘরে
এসব কিছুই চালান তিনি
আল্লাহ মালিক সে।


বৃষ্টি দিলেন সৃষ্টি মালিক
তোমার আমার রব,
তিনিই আছেন জগৎ কূলে
এই মানবের সৃষ্টি মূলে
সকল সময় দৃষ্টি দিয়ে
সুখ-রহমত বৃষ্টি দিয়ে
সেই রহমে যাই যে ভিজে
টসটসে হয় শিশির নিজে
তাঁর হুকুমে চলছে ধরা
তাঁর আদেশে বাঁচা-মরা
তাঁর আগমন সকলখানে
দেখেন সবার সব।