তা হবে না অনেক টাকায় করেছি এই গেট
অনেক ধরে হুতোম পেঁচার করতে হলো সেট।
মাত্র দুটো পয়সা দিয়ে করবা বিয়ে? ইশ!
ষোলোআনা দিতে হবে আমাদের বখশিশ।


বউ সেজেছে কচুতলায় বর এসেছে লেটে
গেটের পাশে জটলা দেখে কেউ পড়েছে কেটে।
ঝুটঝামেলা শেষে বরের এগিয়ে এলো গাড়ী
লাল আবিরের চালাচালি তখন পুরো বাড়ি।


হাত পাখাতে বরের মাথায় তিনজনে দেয় টাচ
বাতাস কোথায় টাক মাথাতে ভাঙছে যেন কাচ।
দশ টাকার নোট তিনটি দিয়ে বলছে, যে আর নাই!
টাকা দিয়ে কই পালালো বরের দুলাভাই!


বিয়ে হচ্ছে বলে রাখি, ঠোঁট বাঁকানো টিয়ের
এত্তকিছু হচ্ছে দেখে সাধ মিটেছে বিয়ের।
সবশেষে এই বিয়ে হলো কচুপাতার বনে
বউকে নিয়ে থাকলো টিয়ে শান্তিসুখে মনে।