তাজা রক্তে লিখেছিলে
বিজয়ের যে গান,
তোমার জন্য কাঁদে আজও
সতেরো কোটি প্রাণ।


তোমার লালে বৃত্ত আঁকা
সবুজ শ্যামল এই পতাকা
লক্ষ জীবন বিনিময়ে
করলে আমায় দান।


বিষভরা ওই দাঁতাল মুখের
ভাঙলে দাঁতের বিষ,
অমর তোমার জীবনটাকে
জানাবো কুর্নিশ।


করলে যুদ্ধ দীর্ঘ ন'মাস
বিশ্ব জানে সে ইতিহাস
বিনিময়ে নিজের জীবন
করেছো খান খান।