ত্রাণ এসেছে ত্রাণ নেমেছে জাহাজভরা ডেকে,
বালতি নিয়ে আয় ছুটে আয় নিবি সে তা কে কে!
দল বেঁধেছে ঘরে এবং বাইরে সকলখানে,
ছুটছে ধলা ছুটছে মলা ছুটছে যে যার টানে।


ছুটছে দূরে পিপীলিকা লম্বা কতক সারি,
মনে যেন হয় প্রকৃত ওরাই অনাহারী।
চোখের নজর যায় না পেছন দলটা এত ভারী,
দূর বহুদূর মিলিয়ে যায় দিগন্ত তার ছাড়ি।


ত্রাণ নিলে কেউ ব্যস্ত হয়ে খালি হাতে আসে
মুখপুরে নেয় ফাও ত্রাণের মালটা অনায়াসে।
সবার মাঝে ত্রাণ বিনিময় করলে লাগে ভালো,
ত্রাণ এসেছে ত্রাণ নেমেছে যেথায় খুশি ঢালো।