চালনীতে শত ছেঁদা-
দোষ খোঁজে সুঁই কে,
পিঠ সোজা করে, বলে-
'এই ব্যাটা তুইকে'!


বাড়ী এসে বলে বাবু,
জানোস তোরা- মুই কে,
যারই কাছে থেকে বড়-
বলে, তাকে তুইকে!


গাঁয়ে মানে না তো তারে
মাথা তবু ঝুঁইকে,
অঙ্গুলি নেচে নেচে-
বলে ওঠে তুইকে!


বড় তিনি খুবই বড়-
ভুলে গেছেন, ভুঁই কে,
ইশারা তে বুঝান তিনি
গাঁয়ে আবার, তুইকে!