কাঠফাটা রোদ্দুরের ঘর্মাক্ত দেহে
যখন ক্লান্তিগুলো এসে
উকি দেয়,শিরায়,উপশিরায়
তখন,,তখন তুমি
সামনে এলে
আমি এলোচুল ঠেলে
তোমাকে দেখলাম।
তুমি সত্যিই অনেক সুন্দরী
স্বপ্নের সব কল্পনা
হার মেনে যাবে
তুমি আকাশের কোনো পরী নও
তুমি চাঁদের কোনো অপ্সরী!


আমি ভুলে গেছি.....
আমি ভুলে গেছি আমার পরিচয়।


ক্লেশ দেহ, খোচা খোচা দাড়ি
উচ্ছনে যাওয়া অবশ শরীর,
ধুলিভরা পোশাক,শহরের মেটে জঞ্জাল,
বড়ই অদ্ভুদ আকৃতির পাগলটাকে
তুমি এড়িয়ে গেলে।
বুকের বাঁ পাশ ঘেষে গেলো কষ্ট!
নিঃশব্দের কোলাহল বিদীর্ণ হলো
আমার গোটা পৃথিবী,


পিপাসার্ত দুটি চোখ তোমার চোখে
সেটে গেলো,
বিদ্যুৎ চমকে গেলো
আমার পুরো জমিন।
আমি আমাকে ভুলে গেলাম দেখে তোমায়
ভুলে গেলাম
তোমার জন্য নিজেকে গুছিয়ে নিতে
আর,,,,
আর তোমার না বলা
অস্ফুট স্বর, বুঝে নিলাম
তুমি আমার হলে না!!