কুইক! কুইক! ডাকছে ওযে,
মিষ্টি সুরে টুনটুনি,
শুকনো ধানের পাতায় আহা
যাচ্ছে কেমন জালবুনি।


চিউক-চিউক মা-পাখিটা
বলছে ডেকে পুরুষকে,
সাপেই নাকি গুড়িয়ে দেবে
বলল সেতো ভ্রুকুঁচকে।


মলিন পুরুষ পাখিটা খুব
আছে শুনে টেনশনে,
জীবন গেলো পাল্টে বাসা
এই খাদকের মেনশনে।


ডিমপাঁড়া ছাই! হামবড়ারা
উল্টায় মাথার সিঁদুরে,
বাদ পড়েনা দখল নিতে
গেঁছো দাঁতাল ইদুরে।