ধুধু মরুর বালু উটের পায়ের তলায় পড়ে স্মৃতিচারণ করে
রোদের চিমনিতে আকাশ ফাটে
তেজোদ্দীপ্ত ঘোড়ার খুরে জাগে দৃঢ় প্রত্যয়-সবকিছু মাড়িয়ে সামনে যাবে।
অক্ষয় মূর্তির মত জেগে থাকে খেঁজুরের মোম।
তেত্রিশ কশেরুকা ছিঁড়ে বয়োজ্যেষ্ঠ জল ভূমিষ্টে আকাশ ফাটায় গর্ভবতী মেঘ।
বাতাসে ওড়ে সতেজ প্রাণ চিকচিক চিকচিক করে ওঠে বল্গা হরিণের মোলায়েম ত্বক
বাদাম তুলে হেঁটে চলে পিঁপীলীকার দল।


উল্কার পিঠে হাসে উট।


একপা দু'পা করে এগিয়ে যায় অজানা গন্তব্যে-সওয়ার হয়ে দেখায় পথ
এপথে একদিন হেঁটেছে আগন্তুক
দয়ালু চাঁদ দেখানো পথে গর্ব করে উট।


সূর্য তো সবাইকে বাঁচায় পরিনামে নিজের কিছু চায় না-