দেখছি আকাশ থমকে আছে
গুমোট অন্ধকারে,
নীল-নীলিমা কই লুকালো
খেয়া বন্ধ পাড়ে।


ঝিরঝিরিয়ে বইবে বাতাস
আশায় থাকি রোজ,
গর্জনে মেঘ করল বন্ধ
গুড়ুম গাড়ুম ভোজ।


কোন আলামত জানান দিলো
বদ্ধ দেয়ার ফাঁকে,
বুকের ভীতর দুখের আগুন
হঠাৎ উঠে ডাকে।


টুপ টুপাটুপ বৃষ্টি ফোটা
অন্ধ করো দূর,
উঠুক বেজে ধরাধামে
চেনানো সেই সুর।