ইটের রঙে ঠোঁটের ভাঁজে গোলাপ ফোটা গাল
তেরচা হাসে মন
শাপলা ফোটা বিলের জলে
মন ছুটে যায় বকের দলে
পাহাড় ঘেরা বন
চড়ুইপাখির সাথে নাচি ডালের থেকে ডাল।


ছাতিম কাঠে রাখলে তোশক চোখে আসে ঘুম
আকাশ ঠাসা সুখ
আধারগুলো মুঠোয় পুরে
দেই ঠেলে তা অচীন দূরে
খালি করে বুক
ওই ওপাশের রঙধনুরা কপালে দেয় চুম।


ছবির দেশে হরিণ সাজে পাতার রঙে গাছ
অতম বনে ঢেউ
ঘাসফড়িঙের লম্বা লেজে
উড়োজাহাজ প্লেন সেজে
উড়িয়ে দিলো কেউ
সাগর থেকে উঠলো নেচে ডাঙায় চিতল মাছ।