ভাইয়া যখন ইশকুলে যায় আমি তখন বন্দি
কিচ্ছু তখন ভাল্লাগেনা কোন কাজেতে মন দি!
আমারও তো ইচ্ছে করে লেখাপড়া শিখতে
ভাইয়ার মতো সাদা খাতায় কতকিছু লিখতে।
গাছের ছবি, ফুলের ছবি মিষ্টি করে আঁকতে
ভাইয়া কেনো পারে না তাই আমায় সাথে ডাকতে?


বিকেল হলে ভাইয়া যখন বল নিয়ে যায় খেলতে
একলা ঘরে তখন আমি কার সাথে যাই মেলতে!
আমারও তো ইচ্ছে করে বলটা নিয়ে ছুটতে
সব খেলাতে আমি যে চাই ভাইয়ার আগে উঠতে!
ভাইয়াটা-না দুষ্টু ভীষণ আমায় সাথে নেয়না
বল খেললে একটুও তো আমার পায়ে দেয়না।


আমি নাকি ছোট্ট খুকু আঘাত গায়ে লাগবে
খেললে এসব ফোসকা গায়ে কাটাকুটা দাগবে।
একটু বড় হলে পারবো বাইরে যেতে আসতে
পাখির সাথে ফুলের সাথে নূপুর পায়ে নাচতে।
তখন নাকি পড়াশুনা-খেলতে আমি পারবো
তখন নাকি না-কখনও কোনো কাজে হারবো!