এই পৃথিবী দেখতে ভীষণ
হয়ে গেছি হন্যরে,
জীবন দিতে পারি আমি
এই স্বদেশের জন্যরে।


ঘরকুনোদের জন্য আমি
এখন বেশী লজ্জিত,
ওসব ছেড়ে তাই করেছি
নিজকে আরও সজ্জিত।  


আলস্য আর কুসংস্কার  
ত্যাগ করি রোজ মন্দকে,
চেষ্টা করি ফুলকে খুঁজে
আনতে সঠিক গন্ধকে।


মানুষ কতই মাতে দেখি
হরেক রকম বজ্জাতে,
সেই সেখানে নিজকে সাজাই
নিত্য নতুন সজ্জাতে।