খুব সকালে ঘুম ভেঙে যায়
আযান যখন দেয়,
তখন থেকে ভালো কাজে-
সময় করি ব্যয়।


পড়তে বসি সবার আগে
নানারকম বই,
অকারণে কারো সাথে
করিনা হইচই।


কারো সাথে চলতে গিয়ে
করিনা গোলমাল,
গাছের পাতা ছিঁড়িনা আর
ছিঁড়ি নাকো ডাল।


তাইতো আমি সবার সাথে
ভালো হয়ে চলি,
সবসময়ে সবার সাথে
সত্য কথা বলি।