ওই ফুটেছে ভোরের আলো
দিচ্ছে পাখি ডাক,
দখল নিলো লাল আবীরে
নীলাকাশের ফাঁক।


মাড়িয়ে দু'পা ঘাসফুলেদের
রাখাল ছাড়ে গাঁও,
ফুল-পাখিদের কিচিরমিচির
দেয় ধুয়ে তার পাও।


সাঁঝ-সকালের সতেজ  বায়ু
নরম নরম ভোর,
শীতল আবেশ এলিয়ে দিতে
হয়না কোন জোর।


একটু পরে বেরোয় হেসে
কচি সোনারোদ,
আধার ঠেলে বিজয় এযে!
কাটায় অবরোধ।