ভূতের গলি ওই আমাদের
চৌমুহনীর মোড়ে,
ভূতরা মোড়ের বটগাছে সব
সন্ধ্যা হলেই ঘোরে।


একডালে এক ভূত বসেছে চিকনা
তার সাথে রোজ ঠাট্টা করা ঠিক না!
অন্যডালের কচি পাতায়
ছোট্ট ভূতরা কলম খাতায়
মেজো ভূতের নাম লিখে যায়
সেজো ভূতই করে হায় হায়
ব্যস্ত ভূতের আস্ত সময়
সত্য কাজে শুদ্ধ কম হয়
বিজ্ঞ ভূতের কাছে,
কোনো ভূতের সুচিকিৎসা ডাক্তার ভূতের আছে।


ভূতরা এলো খেলতে নাকি
বৃদ্ধ বটের গাছে,
ড্যান্সার ভূতও আসলে সবাই
তিড়িংবিড়িং নাচে।


দেখলে মানুষ কটরমটর করে
বদ ভূতের ওই মেজাজ আবার চড়ে!
রাক্ষসী ভূত বাইরে থাকে
শয়তানী ভূত ছক যে আঁকে
কার কখনে করবে ক্ষতি
ডাইনি ভূতের এমন মতি
ভয়ে কাটায় ভূতের মাসী
তাড়াতে তা বাজায় বাশি
গভীর রাতে এসে,
সব ভূতেরা হারিয়ে যায় তখন ঘুমের দেশে।