এখন তুমি একা আছো- কাউকে নিয়ে!
এখন তুমি স্বাধীন আছো ওই বন্দী জীবন নিয়ে।
এখন তুমি একা থাকা শিখে গেছো,
ভালোবাসার ওই প্রদীপ নিভিয়ে দিয়ে
অন্ধকারে থাকা শিখে গেছো তুমি।
একা বাঁচতে শিখে গেছো।
শুনেছি, একা বাঁচতে শিখে ফেলা মানুষের হৃদয়ে নাকি কোনো মায়া থাকেনা।
একা বাঁচতে শিখে ফেলা মানুষ নাকি বড্ড ভয়ানক—বড় বেপরোয়া।
সত্যিই কি তাই?
তবে কেন আমি একা মানুষ হয়ে রয়ে গেলাম?
বুকের মধ্যে এক-সমুদ্র ভালোবাসা আর মায়া নিয়ে কিসের আশায় বেঁচে রইলাম?